আগামী মাসে নিউজিল্যান্ডের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ম্যাচের সিরিজে কিউইদের ২-০ ব্যবধানে হারাতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের টিকিট পেয়ে যাবে লঙ্কানরা। তাহলে টেস্টের শিরোপা জয়ের দারুণ সুযোগ তৈরি হবে দিমুথ করুণারত্নের দলের।
টেস্ট সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে লঙ্কানরা। ক্রাইসচার্চের হাগলি ওভালে দুই দলের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ৯ মার্চ। আর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ মার্চ। তাই ফাইনালের লক্ষ্যে চোখে রেখে শুক্রবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
আসন্ন এই সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন দিমুথ করুণারত্নে। এছাড়া সফরের দলে একঝাক পেসারকে রেখেছে শ্রীলঙ্কা। সেই তালিকায় আছেন- লাহিরু কুমারা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, মিলান রথনায়েক ও বিশ্ব ফার্নান্দো।
শ্রীলঙ্কার ১৭ সদস্যের টেস্ট দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), অশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, নিশান মাদুশঙ্ক, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও মিলান রথনায়েক।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা :
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।