নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে ফেরার এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোস্তাফিজুর রহমান। তাদের বদলে এসেছেন রিশাদ হোসেন আর তানজিম হাসান সাকিব। লেগস্পিনার রিশাদের আজ ওয়ানডে অভিষেক হলো।
বাংলাদেশ একাদশ
এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রাবিন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, এ অশোক, জ্যাকব ডাফি, উইল ও’রউরকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।