ঢাকাFriday , 3 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Sahab Uddin
May 3, 2024 6:23 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। বিশ্ব আসরের জন্য ইতোমধ্যে নিজেদের প্রস্তুত করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে টাইগাররা।
শুক্রবার (৩ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে টাইগাররা।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্পিনবান্ধব পিচের কথা চিন্তা করে লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফ স্পিনার শেখ মেহেদিকে রাখা হয়েছে একাদশে। এছাড়া বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা সাইফউদ্দিন ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দেশের জার্সিতে মাঠে নামছেন।
৩ পেসার এবং ২ স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিজ্ঞদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফর্মে না থাকলেও একাদশে জায়গা করে নিয়েছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করা জাকের আলী অনিককেও রাখা হয়েছে টাইগার একাদশে।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ের একাদশ:
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ এরভিন, শন উইলিয়ামস, রায়ান বার্ল, ক্লাইভ মাদান্ডে, লুক জংউয়ে, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, জয়লর্ড গাম্বি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রায়ান ব্রেনেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।