ঢাকাWednesday , 7 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জামালের ‘ফাইফারে’ বিধ্বস্ত খুলনা

Sahab Uddin
February 7, 2024 10:32 pm
Link Copied!

মিরপুরের ধীরগতির উইকেটে আরও একটা লো স্কোরিং ম্যাচ দেখল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ছোট লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে খুলনা টাইগার্সের ব্যাটিং লাইনআপ। টাইগার্সদের ৬ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে কুমিল্লা।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১৮ ওভার ৫ বলে ১১৫ রানে থেমে গেছে খুলনা। কুমিল্লার আমের জামাল একাই শিকার করেছেন ৫ উইকেট।

১৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এনামুল হক বিজয়ের ব্যাটে আক্রমণাত্মক শুরু পায় খুলনা। তবে টাইগার্স অধিনায়ক বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার। তিনে নেমে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন। তার সঙ্গে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আকবর আলী ও পারভেজ হোসেন ইমনও।

মিডল অর্ডারে নাহিদুল ইসলাম-ফাহিম আশরাফরা চেষ্টা করেছেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে মোহাম্মদ ওয়াসিমের ১২ বলে ২৩ রানের ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে। জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৬ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল কুমিল্লা। লিটন ব্যাট চালালে অনেকটা টেস্ট মেজাজে খেলেছেন রিজওয়ান। দশম ওভারে লিটনকে বোল্ড করে ৫৭ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম।

একই ওভারে ফেরান আরেক ওপেনার রিজওয়ানকেও। চলতি বিপিএলে রানখরায় ভুগছেন পাক এই উইকেটকিপার ব্যাটার। আজও স্বস্তিতে ছিলেন না। নাসুমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২১ রান।

তিনে ব্যাট করতে আসা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকস আজই বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন। একবার জীবন পাওয়া এই ব্যাটারও টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারলেন না। মোহাম্মদ ওয়াসিমের বলে সাজঘরে ফেরার আগে ২২ রান করতে খেলেছেন ২৭ বল! ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয় ও খুশদিল শাহরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছিল কুমিল্লা। শেষ দিকে উদ্ধার করলেন জাকের আলি। তার ৮ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে দেড়শোর টার্গেট দাঁড় করায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।