উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ দল চেলসিকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালের পথে কিছুটা এগিয়ে গেলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে, স্বদেশী নাপোলিকে একমাত্র গোলে পরাজিত করেছে এসি মিলান।
শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের কাঁপিয়েই দিয়েছিলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। কিন্তু তাদের আক্রমণগুলো প্রতিপক্ষে ভিত নাড়িয়ে দিলেও জাল স্পর্শ করেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে, কিছুটা সময় পর নিজেদের গুছিয়ে নিয়ে ইংলিশ প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়ে কার্লো আনচেলোত্তির দল। এমনি এক আক্রমণে খেলার ২১ মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এটি চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমার ৯০ তম গোল।
দ্বিতীয়ার্ধেও চেলসির বিপক্ষে আক্রমণ অব্যাহত রাখে স্পানিশ জায়ান্টরা। এমনি এক আক্রমণ ঠেকাতে খেলার ৫৯ মিনিটে রডরিগেজকে অবৈধভাবে বাধা দিলে, চেলসির চিলওয়েলকে লাল কার্ড দেখান রেফারি।
১০ জনের চেলসির উপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় লা ব্ল্যাঙ্কেরা। অবশেষে খেলার ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নির্ভার কার্লো আনচেলোত্তির দল।
এদিকে, অল ইটালিয়ান কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে, সিরি এ’র শিরোপা প্রত্যাশি নাপোলির প্রতিপক্ষ ছিলো এসি মিলান। শুরুতে চাপিয়ে খেললেও গোলের দেখা পায়নি নাপোলি। তবে আক্রমণ-পাল্টা আক্রমণের এই খেলার ৪০ মিনিটে দারুণ এক গোল করে এসি মিলানকে এগিয়ে দেন আলজেরিয়ান মিডফিল্ডার ইসমাঈল বেনেসার।
পিছিয়ে থেকে সমতা ফেরাতে প্রতিপক্ষের উপর আক্রমণ চালালেও সাফল্য পায়নি তারা। উল্টো খেলার ৭৪ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড পেয়ে জাম্বো আংগুইসা মাঠ ছাড়লে, ম্যাচে আর ফেরা হয়নি নাপোলির। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মিলানের দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।