প্রায় একদশক ধরে লড়েছেন মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে। অবশেষে হার মানতে হলো শুটার আতিকুর রহমানকে।
আজ সকালে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শুটিং ফেডারশেনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ। আজ বিকেল তিনটায় ফেডারেশনে আতিকের জানাজা অনুষ্ঠিত হবে।
কমনওয়েলথ গেমস শুটিংয়ে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দেন আতিকুর রহমান। ১৯৯০ সালের আসরে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন তিনি। এছাড়া ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন এই কিংবদন্তি। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে তার।
কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত থাকা আতিকুর শারীরিকভাবে হয়ে পড়েছিলেন অসুস্থ। ফলে লম্বা সময় ধরে দেশ ও দেশের বাইরে চিকিৎসা করাতে হয়ে তাকে। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হলো এই শুটারকে। ১৯৬৫ সালে জন্ম নিয়ে ৫৯ বছরেই থামল তার জীবন যাত্রা।
বর্ণাঢ্য ক্যারিয়ারে বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন আতিকুর। পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। এছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা সহ আরো অনেক স্বীকৃতি/পুরস্কার পেয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।