হকিতে যে কোনো পর্যায়ের বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য বিশাল ব্যাপার। বাংলাদেশের সামনে তেমন একটা সম্ভাবনা আছে যুব দলকে নিয়ে। ওমানে চলমান অনূর্ধ্ব -২১ এশিয়া কাপে সেরা পাঁচে থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে যুব বিশ্বকাপে।
এ মিশনে বাংলাদেশের সামনে বড় বাধা ধরা হয়েছিল ওমানকে। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মওদুদুর রহমান শুভর শিষ্যরা। ৩-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান রকি। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অলিখিত ফাইনালের মতো। এমন একটি ম্যাচ লাল-সবুজ জার্সিধারীদের আত্মবিশ্বাস দারুণডাবে বাড়িয়ে দিয়েছে। রকির হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টারে ওমান একটি গোল শোধ করে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার। গ্রুপের বাকি দুটি দল চীন ও মালয়েশিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।