আফগানিস্তানের বিপক্ষে শনিবার বিশ্বকাপ মিশনে নেমে পড়ছে বাংলাদেশ। ধর্মশালার ম্যাচটি ব্যাটিং বান্ধব পিচে হবে বলেই মনে করছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তার দিকে প্রশ্ন যায়, রশিদ-মুজিব-ফারুকিদের বিপক্ষে বাংলাদেশের দুই ওপেনার কে হবেন। হাথুরু বলেছেন, এখনও ঠিক করা হয়নি!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেরদিন দলের প্রতিনিধি হয়ে এসে বলেছেন, ‘কোন দুই জন ওপেনিংয়ে নামবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে হ্যাঁ, সঠিকভাবে উল্লেখ করেছেন যে, আমাদের কাছে বিকল্প ব্যবস্থাও আছে।’
ধর্মশালার উইকেটে ঘাস থাকায় ব্যাটাররা রান পাবে বলে ধারণা করছেন হাথুরু। ম্যাচের আগে কিউরেটর কেমন পিচ রাখবেন তার উপর নির্ভর করছে অনেককিছু। বলেছেন, ‘ম্যাচের সকালে এই সিদ্ধান্তটি নিতে পারলে আরও ভালো হবে। প্রথমে আমরা ব্যাট করলে ওপেনিংয়ে কারা নামবে এবং পরে ব্যাট করলে কারা খেলবে, সেটা আগামীকাল দেখতে পাবেন।’
৫৫ বর্ষী শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন- বলব, আমরা চার-পাঁচটি ম্যাচ জিততে চাই। কারণ শুরুতে আমার চিন্তা সেমিতে যাওয়া। নকআউট পর্বে খেলাটাই এখন আমাদের প্রথম লক্ষ্য।’
ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের অভিযান শুরু হবে শনিবার সকালে। বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে টাইগার-আফগান মাঠের লড়াই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।