সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরছে বাংলাদেশ দল। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক ক্রিকেটে কোনো বৈশ্বিক শিরোপা জয় করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দল আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকায় পা রাখবে।
বড়রা তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপা এনে দিতে পারেনি। তবে জুনিয়র টাইগাররা পেরেছে। দুবাইয়ের স্বাগতিক আমিরাতকে ফাইনালে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এমন জয় স্বাভাবিকভাবে দারুণ অনুভূতি তৈরি করেছে টাইগার ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে।
শিরোপাজয়ী দলের সদস্যরা আজ বিকালে চট্টগ্রামে পা রেখেছে। কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তারা। তবে এরই মধ্যে সুখবর দিয়েছে বিসিবি। শিরোপা জিতে স্মরণীয় মুহূর্ত এনে দেওয়া তরুণ ক্রিকেটারদের রাতের খাবারের (ডিনার) আমন্ত্রণ জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামীকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে বোর্ড সভাপতি সবাইকে নিয়ে ডিনার করবেন। বিসিবি সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
আজ বিকালে ঢাকায় বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে।
এশিয়া কাপজয়ী দলের সঙ্গে সংবাদমাধ্যমের বিমানবন্দরে দেখা করার সুযোগ না রাখা হলেও সংবাদ সম্মেলনের ব্যবস্থা রাখা হচ্ছে। জাতীয় ক্রিকেট একাডেমির সামনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।
উল্লেখ্য, প্রথম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। রোববার (১৭ ডিসেম্বর) ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়েছে তারা। মাহফুজুর রহমান রাব্বিদের ২৮২ রানের জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক দল।
১৯৮৯ সালে প্রথম বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ এর কোনো ট্রফি জিততে পারেনি। তেইশ সালে এসে ভাঙল ট্রফিখরা। এর আগে ২০২০ সালে ছোটদের হাত ধরেই এসেছিল বিশ্বকাপের শিরোপা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।