বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়ল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করেছে দেশের প্রথম পদক জয়। গেমসের ইতিহাসে আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার যে আক্ষেপ ছিল, কাবাডির হাত ধরে সেই অপূর্ণতা ঘুচল। আজ (মঙ্গলবার) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। কাবাডির নিয়মানুযায়ী সেরা চারে থাকা দল পদক নিশ্চিত করে। সেই হিসেবে শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা চারে থেকেই পদক জয় নিশ্চিত করল লাল-সবুজের দল।
ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ হাসি হেসেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করলেও, প্রথমার্ধের ৭ পয়েন্টের লিড ধরে রেখে শেষ পর্যন্ত ৪৭-৪০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশের মেয়েরা। পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে অবশ্য ভারত, ইরান ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের কাছে হেরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল তারা।
মেয়েদের কাবাডিতে পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি ছেলেদের ইভেন্টেও পদক জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। আজ রাত ৯টায় থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।
পুরুষ কাবাডি ইভেন্টে মোট সাতটি দেশ অংশগ্রহণ করছে। প্রতিটি দলকে ছয়টি করে ম্যাচ খেলতে হবে, যার পরে শীর্ষ চার দল পদক লাভ করবে। বাংলাদেশ এ পর্যন্ত খেলা তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয়লাভ করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

