দেশের তারকা ক্রিকেটের সাকিব আল হাসানের গুরু মোহাম্মদ সালাউদ্দিন। এর মধ্যে সাকিব বিকেএসপিতে তার ছাত্র। খেলোয়াড়ি জীবনের যেকোন সমস্যা, ফর্মহীনতায় তার ভরসা সালাউদ্দিন স্যার। সবার আগের ছুটে যান সালাউদ্দিন স্যারের কাছে। ভারত বিশ্বকাপের মাঝে উড়িয়ে এসেছিলে টাইগার অলরাউন্ডার। সেখানে গুরুর অধীনে নিবিড় অনুশীলনও করেছেন। অনেকেরই ধারণা বিশ্বকাপে সাকিবের অসাধারণ ব্যাটিং নৈপূন্যের পেছনে গুরু সালাউদ্দীনের ঐ নিবিড় পরিচর্যা ও তার অধীনে অন্যরকম অনুশীলনটা রেখেছে বড় ভূমিকা।
এবার সেই ছাত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তবে সালাউদ্দিনের কাছে সাকিব আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সে মানুষই থাকবে। আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন শেষে এসে গণমাধ্যমে এমনটায় জানায় তিনি।
ওই সময় তিনি বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়েও আগ্রহ নেই আমার। সে আমার কাছে আগে থেকে যেমন, আমি আশা করি সাকিব সে মানুষই থাকবে। সে এমপি নাকি মন্ত্রী হলো, সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো আগ্রহ নেই।’
আসন্ন বিপিএলে মাঠে নামার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলন করছে মাসকো ক্রিকেট একাডেমিকেতে। এই প্রসঙ্গে বিপিএলের সর্বোচ্চ সফল দলটির কোচ বলেন, ‘মিরপুরে আগে যখন আরও বেশি উইকেট ছিল, তখনও মাছ বাজারের মতো লাগতো। একসঙ্গে অনেক দল যখন মাঠে চলে আসত। এখন জায়গা আরও অনেক ছোটো হয়ে গেছে। ফলে এখনও সাতটি দল আসলে অনুশীলন করার অবস্থা থাকবে না।’
কোচ সালাউদ্দিন আরও বলেন, ‘সব দলই যার যার মতো বেছে নিয়েছে। অন্য দল হয়ত আরেকটা বেছে নিয়েছে। এখানে যেহেতু আমি থাকি, একটু সুবিধা পেতেই পারি। জায়গা ওভাবে ব্যবহার করতে পারি। একারণেই এখানে আসা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।