সমালোচনার বেড়াজাল থেকে যেন মুক্তিই পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে তামিম ইকবালের বাদ পড়ার ইস্যু থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর যতই দিন গিয়েছে, সেই সমালোচনার ডালপালা বড় হয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশের ভয়াবহ পারফর্ম্যান্সের জন্যেও কাঠগড়ায় তোলা হয়েছে এই ক্রিকেটারকে। আর তার নিজের বাজে ফর্ম তো আছেই।
এবার সেই সমালোচনায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের একসময়ের সুপারস্টার আশরাফুল মনে করেন, সাকিবের কাছ থেকে এখন সৎ পরিকল্পনাও আশা করা যায় না। এমনকি দলের সব ব্যর্থতায় দায়ও দেয়া হয়েছে অধিনায়ক সাকিবকে।
দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘সাকিব বিশ্বকাপ খেলতে আসার আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছে ১২ নভেম্বর থেকে আর অধিনায়ক থাকবে না। এ রকম মানসিকতা নিয়ে যে বিশ্বকাপে খেলতে আসে, তার কাছ থেকেও সৎ পরিকল্পনা আশা করা যায় না।’
চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং কিংবা বোলিং সব বিভাগেই ব্যর্থতার ছায়া দেখা দিয়েছে। এর দায় অধিনায়ক হিসেবে সাকিবের কাঁধেই যাচ্ছে কি না এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘আমি যা যা শুনেছি, সে রকম হলে তো দায়টা অবশ্যই ওর।’
বিশ্বকাপে তামিম ইকবালকে দরকার ছিল বলেই মনে করেন আশরাফুল, ‘বিশ্বকাপে তামিমকে আনার দরকার ছিল। ওকে যেহেতু আনা যায়নি, ওর জায়গায় ইমরুল কায়েসের মতো কাউকে হলেও দরকার ছিল। তিনটি বিশ্বকাপ খেলেছে সে। এখনো ঘরোয়া ক্রিকেটে রান করে। ইমরুল থাকলে আমি নিশ্চিত ওপেনিংয়ের এত খারাপ অবস্থা হতো না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।