ঢাকাTuesday , 24 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এগিয়ে থেকেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ

Sahab Uddin
October 24, 2023 12:54 am
Link Copied!

সর্বশেষ মুখোমুখি হওয়া চার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এমন সমীকরণকে সাথে নিয়ে আগামীকাল ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ।
২০১৯ বিশ^কাপ থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। গত বিশ^কাপ এবং এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।
ওভালে বিশ^কাপ ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। বিশ^কাপের ঐ ম্যাচের পর গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করেছিলো বাংলাদেশ। অর্থাৎ দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। যা কালকের ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশ দলকে।
এখন পর্যন্ত বিশ^কাপে চারবারের দেখায় বাংলাদেশ ২টিতে এবং দক্ষিণ আফ্রিকা ২টিতে জয় পায়। ২০১৯ সালের আগে ২০০৭ সালের আসরে প্রোটিয়াদের বিপক্ষে ৬৭ রানে জিতেছিলো টাইগাররা।
সব মিলিয়ে ওয়ানডেতে ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। ৬টি জয় আছে টাইগারদের। ১৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সর্বশেষ দশ লড়াই :

১০-০৭-২০১৫ : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী, ঢাকা
১২-০৭-২০১৫ : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০৭-২০১৫ : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী, চট্টগ্রাম
১৫-১০-২০১৭ : দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী, কিম্বার্লি
১৮-১০-২০১৭ : দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী, পার্ল
২২-১০-২০১৭ : দক্ষিণ আফ্রিকা ২০০ রানে জয়ী, পূর্ব লন্ডন
০২-০৬-২০১৯ : বাংলাদেশ ২১ রানে জয়ী, ওভাল
১৮-০৩-২০২২ : বাংলাদেশ ৩৮ রানে জয়ী, সেঞ্চুরিয়ন
২০-০৩-২০২২ : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী, জোহানেসবার্গ
২৩-০৩-২০২২ : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী, সেঞ্চুরিয়ন

সব মিলিয়ে ওয়ানডেতে ২৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা :
বাংলাদেশের জয় : ৬ ম্যাচে
দক্ষিণ আফ্রিকার জয় : ১৮ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ০

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।