আগামীকাল মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে বর্তমান রানারআপ আবাহনী ও সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বিজয়ী দল ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে।
শুরু থেকে মঙ্গলবার হয়ে আসছে ফেডারেশন কাপের ম্যাচগুলো। সে হিসেবে ফাইনালের তারিখ নির্ধারণ ছিল ২১ মে মঙ্গলবার। তবে ওই দিন ফাইনাল হচ্ছে না। একদিন পিছিয়ে ফেডারেশন কাপের ফাইনাল হবে ২২ মে বুধবার। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বিকেল ৩ টায়।
ফাইনাল একদিন পিছিয়ে দেওয়ার কারণ, উপজেলা নির্বাচন। ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচনের কারণে ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া দুস্কর হতে পারে। স্থানীয় প্রশাসন থেকে ফাইনালটি একদিন পিছিয়ে দিতে অনুরোধ করেছিল বাফুফেকে। তাই ফাইনাল হবে একদিন পর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।