মিরপুরে রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে নিশ্চিত হয়েছে ইংলিশদের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয়। বাংলাদেশ জয়ী হওয়ার পর সন্ধ্যায় সাকিবদের অভিনন্দন জানান প্রধিানমন্ত্রী।
টেস্ট খেলুড়ে দলের মধ্যে একমাত্র ইংল্যান্ডের বিপক্ষেই ছিল না টাইগারদের কোনো সিরিজ জয়ের ইতিহাস। বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসির টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারালেও কখনোই দ্বিপাক্ষিক সিরিজে ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসতে পারেনি বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা।
অবশেষে সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে চক্র পূরণ করল বাংলাদেশ। যা আন্দোলিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেট দলের এমন সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।