ঢাকাWednesday , 11 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আম্পায়ার সৈকতকে নিয়ে যে বার্তা দিলেন তামিম

Sahab Uddin
October 11, 2023 11:18 pm
Link Copied!

ভারত বিশ্বকাপ শুরু হয়েছে গত ৫ অক্টোবর থেকে। এবারের ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসরে বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি আরও একজন দেশকে প্রতিনিধিত্ব করছেন। তিনি বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ (বুধবার) এক পোস্টে তামিম লিখেছেন, ‘এবারের বিশ্বকাপে শুধু বাংলাদেশ দলই নয়, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাইও আমাদের একজন উজ্জ্বল প্রতিনিধি। দেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করছেন তিনি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ব্যাপার।’

‘বাংলাদেশে আম্পায়ারিং একটি প্রশংসাহীন কাজ। সেই দেশের একজন আম্পায়ার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছেন নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দীর্ঘদিনের কঠোর অধ্যাবসায় দিয়ে। বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি গর্বের ব্যাপার। বেশ কয়েকটি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন তিনি, থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবেও।’

‘নানা বাস্তবতার কারণে আমাদের দেশের কোনো আম্পায়ার এখন পর্যন্ত এলিট প্যানেলে জায়গা করে নিতে পারেননি। তারপরও সৈকত ভাই একটু একটু করে লড়াই করে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও যেভাবে আজকের এই অবস্থানে নিয়ে গেছেন, দেশের অনেক আম্পায়ারের জন্য তা নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণার। অনেকেই এখন আম্পায়ারিংকে পেশা হিসেবে নেওয়ার কথা আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে পারবে।’

শেষে সৈকতসহ দেশের আম্পায়ারদের জন্য শুভকামনাও জানিয়েছেন তামিম, ‘অভিনন্দন সৈকত ভাই। আমাদের দেশের ক্রিকেটের মতো দেশের আম্পায়ারিংও এগিয়ে যাক আরও।’

চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের সৈকত। যেখানে এলবিডব্লিউর সফল একটি সিদ্ধান্তও দেন তিনি। তার বিপক্ষে রিভিউ নিয়ে ব্যর্থ হন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দায়িত্ব পাওয়া সৈকতের ভূমিকা মাঠে আরও নিখুঁত হয়ে উঠুক- সেটাই চাওয়া দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।