ঢাকাThursday , 11 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমার তো সাকিব ভাইয়ের অধীনেই খেলতে মজা লাগে: সোহান

Sahab Uddin
January 11, 2024 11:50 pm
Link Copied!

ক্রিকেটার নুরুল হাসান সোহানের পারফরম্যান্স নিয়ে কোনই কথা নেই। মাঠে এবং বাইরে ক্রিকেট অন্তঃপ্রাণ সোহানের আত্মনিবেদন সবসময়ই প্রশংসিত ও সর্বোচ্চ বলে ভাবা হয়। বসুন্ধরা গ্রুপের ক্লাব দল শেখ জামালের পাশাপাশি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ভালো খেলার রেকর্ডও আছে।
কিন্তু গতবার বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের পারফরম্যান্স শেষ পর্যন্ত আর ভালো থাকেনি। রবিন লিগে বেশ ভালো খেলেও শেষ পর্যন্ত প্লেঅফে সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে যায় রংপুর রাইডার্স।

সে ব্যর্থতার জন্য নুরুল হাসান সোহানের দুর্বল নেতৃত্বকে দায়ী করা হয়েছিল। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং অর্ডার সাজানোয় অদূরদর্শিতার পরিচয় দিয়ে খানিক সমলোচিত হয়েছিলেন সোহান। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার বদলে নিজে নেমেও শেষ রক্ষা করতে পারেননি। যার ফলে সমালোচিত হন সোহান।

ধারণা করা হয়, দল পরিচালনার সেই ঘাটতি পোষাতেই এবার দেশসেরা অলরাউন্ডার ও দক্ষ অধিনায়ক সাকিব আল হাসানকে টেনেছে রংপুর রাইডার্স। শোনা যাচ্ছে, সাকিবের কাঁধেই বর্তাবে রংপুরের নেতৃত্ব।

রংপুরের আগেরবারের অধিনায়ক সোহানের কথা শুনে মনে হচ্ছে তিনিও চাচ্ছেন সাকিবের অধীনেই খেলতে। আজ বৃহস্পতিবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে অধিনায়কত্ব প্রসঙ্গ উঠতেই সোহানের কথা, ‘আমার তো সাকিব ভাইয়ের অধীনেই খেলতে মজা লাগে। আমি উপভোগ করি সাকিব ভাইয়ের আন্ডারে খেলতে। এখন দেখা যাক। যেহেতু এখনও ম্যানেজম্যান্ট কোনো সিদ্ধান্ত নেয়নি। খেলোয়াড় হিসেবে দলের জন্য যেটুকু করা দরকার, আমি ওটুকুই করার চেষ্টা করবো।’

সাকিবের এবারের প্রস্তুতি নিয়েও বেশ খুশি সোহান। তিনি বলেন, ‘উনি তো নিয়মিত অনুশীলন করছেন। হয় এখানে, নয়তো মিরপুরে। উনি খুব ভালো জানেন, তার কোনটা ভালো দরকার। এটা নিয়ে আসলে আমার মনে হয় উনিই বলবে।’

সাকিব প্রসঙ্গে সোহান আরও বলেন, ‘এমনিতেই রংপুর ম্যানেজম্যান্ট যখন একটা দল করে, সবার মধ্যে আলাদা উদ্দীপনা থাকে, সম্পর্ক খুব মেটার করে। আমার কাছে মনে হয় সাকিব ভাই যে দলে থাকবে, তারা আরও বেশি উজ্জ্বীবিত হবে। কারণ তার ব্যাটিং, বোলিং এবং মাঠে উপস্থিত থাকাটাই একটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

দলের লক্ষ্য কী? সোহানের সোজাসাপ্টা উত্তর, ‘দেখেন, রংপুর রাইডার্স প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামে। এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে। ওই লক্ষ্যেই অনুশীলন শুরু করেছি ও প্রক্রিয়াও ওভাবে অনুসরণ করছি।’
নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন জানিয়ে সোহান বলেন, ‘আসলে কাজ করছি কিছু জিনিস নিয়ে। আমার কাছে মনে হয় নতুন দুয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। যেহেতু বিপিএলটা এখনও সাত-আটদিন বাকি আছে। বিপিএল এত বড় একটা টুর্নামেন্ট, এর আগে হয়তো তিন-চারদিন অনুশীলন করে পুরো দলের মধ্যে সে উদ্যমটা তৈরি হবে। এজন্য আমরাও একটু আগে অনুশীলন শুরু করেছি। বেশিরভাগ দলই ভালো দল। তারাও ওভাবে পরিকল্পনা করছে। এটা পেশাদার দিক। এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।