ভারতের ধর্মশালায় বাংলাদেশ ও আফগানিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে শনিবার। আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী সব কথাই বললেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। বাঁহাতি টপঅর্ডার ব্যাটার বললেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত তারা।
২৮ বর্ষী শহিদী বলেছেন, ‘আমরা তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলেছি, কোনো সময় তারা জিতেছে কোনো সময় আমরা এবং এশিয়া কাপে তারা জিতেছে। কিন্তু বিশ্বকাপে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছি, আমরা নিজেদের প্রস্তুত করেছি এবং আমরা তাদের ভালো করে জানি। দলগতভাবে ভালো করে আমরা এ ম্যাচ জেতার চেষ্টা করব।’
‘কিছুই বিশেষ করব না, আমরা শুধু আমাদের শক্তির জায়গাতে প্রাধান্য দেবো। তাদের দুর্বলতাগুলো কোথায় সেগুলো দেখব, গত ম্যাচে যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো থেকে আমরা শিক্ষা নেবো। তারা আমাদের থেকে ভালো দল। সুতরাং তাদের থেকে শেখার চেষ্টা করব। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব।’
নিজেদের বোলিং নিয়ে বেশ আশাবাদী আফগান অধিনায়ক, ‘আমাদের বোলিং লাইনআপ ভালো। আমাদের ভালো পেসার এবং স্পিনার আছে। দেখা যাক তারা কী করতে পারে।’
ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শনিবার। প্রথম ম্যাচে টিম টাইগার্স খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচ গড়াবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।