ঢাকাWednesday , 31 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ

Sahab Uddin
January 31, 2024 9:12 pm
Link Copied!

২০২১ সালের পর আর বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টিতে ফরম্যাটে দেখা যায়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে অনেকেই টি-টোয়েন্টিতে রিয়াদের শেষটা দেখে ফেলেছিলেন। তবে চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ঝলক দেখাচ্ছেন ফরচুন বরিশালের এই ক্রিকেটার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার সম্ভাবনা তৈরি করেছে। এ নিয়ে বিসিবির ভাবনার কথা জানিয়েছেন জালাল ইউনুস।

বিসিবির এই ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান টি-টোয়েন্টি দলে রিয়াদ ‘অটোমেটিক চয়েজ’ বলে উল্লেখ করেছেন। আজ (বুধবার) মিরপুরে জালাল ইউনুস বলেন, ‘কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইকরেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো (বিপিএলেও) প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, সেখানে অটোমেটিক চয়েজ।’

জালাল আরও বলেন, ‘এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।’

ফর্মে থাকলেও, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের বয়সটা বড় হিসেবে দেখা হয়। যা নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলছেন, ‘বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং-ফিল্ডিংয়েও তৎপর। তাহলে কেন নয়?’

উল্লেখ্য, বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। যেখানে পাঁচ-ছয় কিংবা সাত নম্বর পজিশনেও তাকে ব্যাটিং করতে দেখা গেছে। ফলে শেষদিকে খুব বেশি বল খেলার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। বিপিএলের পাঁচ ম্যাচে টেল-এন্ডারে রিয়াদের ব্যাটিং চিত্রটা এমন— ১৯* (১১ বল), ২৭ (১৯ বল), ৪, ৩ ও ৫১* (২৪ বল)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।