নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়লাভ করেছে বাংলাদেশ। আর এই টেস্ট শুরুর আগেই জয়ের আত্মবিশ্বাস দেখিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে জয়ের পরও টাইগার ব্যাটার একই কথারই পুনরাবৃত্তি করলেন। একইসঙ্গে তার নজর পরবর্তী ম্যাচ দিয়ে সিরিজ নিশ্চিত করার দিকে।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘ভালো লাগছে। এই জয়ে খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি…প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। ওভারঅল যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এরকম জয়, খুবই আনন্দিত।’
সিরিজ শুরুর আগে বিশ্বাস থেকেই শান্ত ম্যাচ জয়ের কথা বলেছিলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুবই পরিষ্কার ছিলাম। আমি কাউকে মোটিভেট (অনুপ্রাণিত) করার জন্য বলিনি। কথাটা মিন (বিশ্বাস থেকেই) করেছিলাম যে এই সিরিজটা জিততে পারি। এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটা খেলোয়াড়ের মধ্যেই ছিল।’
‘আমি যখন দেখেছি প্রতিটি খেলোয়াড় ওভাবে চিন্তা করছে তখনই আমার মধ্যে বিশ্বাসটা এসেছে। যে আমি যেটা চিন্তা করেছি, সবাই এটা চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমার তখনই করেছি’, আরও যোগ করেন শান্ত।
এমন আত্মবিশ্বাস কীভাবে পেলেন টাইগার ক্রিকেটাররা, শান্ত’র ভাষ্য, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং অ্যাটাক এবং ব্যাটিংয়ে যে শক্তি আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা আলাদা আলাদা করে যেমন শক্তি ছিল, আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব।’
তবে এখনই পুরো তৃপ্তির ঢেকুর তুলতে চান না বাংলাদেশ অধিনায়ক। পরের ম্যাচে এভাবে আরও পাঁচদিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন শান্ত, ‘যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাব– আর জিতে যাবো। এরকম হবে না। আবার ওই পাঁচদিনও কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করব যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।