ঢাকাMonday , 23 October 2023
  1. online casino
  2. online casino lebanon
  3. philippines online casino
  4. slovenian online casino
  5. world cup cricket t20
  6. অলিম্পিক এসোসিয়েশন
  7. অ্যাথলেটিক
  8. আইপিএল
  9. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  10. আন্তর্জাতিক
  11. আরচারি
  12. এশিয়া কাপ
  13. এশিয়ান গেমস
  14. এসএ গেমস
  15. কমন ওয়েলথ গেমস

আক্ষেপ নিয়ে ভারতকে জেতালেন কোহলি

Sahab Uddin
October 23, 2023 12:23 am
Link Copied!

২৭৪ রানের লক্ষ্যে শুরুটা ভালোই হয়েছিল ভারতের। তবে লকি ফার্গুসন এবং মিচেল স্যান্টনারের নৈপুণ্যে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। পাঁচ উইকেট হারিয়ে এক পর্যায়ে চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে ‘চেজমাস্টার’ বিরাট কোহলির নৈপুণ্যে শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন বিরাট কোহলি। তবে বড় আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটিং সেনসেশন।

জয় পেতে ভারতের যখন ৫ রান দরকার, সেঞ্চুরির জন্য কোহলিরও তখন পাঁচ রানই প্রয়োজন ছিল। তাই বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়েছেন কোহলি। এই সেঞ্চুরি পেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হতে পারতেন কোহলি। ছুঁয়ে ফেলতে পারতেন শচীন টেন্ডুলকারকে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে নিজের ৪৮তম শতক পূর্ণ করেছেন কোহলি। এই ম্যাচে সেঞ্চুরি পেলে তিনি শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ডকে ছুঁয়ে ফেলতেন। মাত্র পাঁচ রানের দূরত্বে থেকে সেটা করতে পারেননি এই ক্রিকেটার। তাই আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। কোহলির সেঞ্চুরি মিস করার আক্ষেপ ছিল ভারতের দর্শক এবং ক্রিকেটারদের মাঝেও।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে টম ল্যাথামের দল। সেখান থেকে দলকে টেনে তোলেন রাচিন রবীন্দ্র এবং ড্যারেল মিচেল। দুজনে মিলে গড়েন ১৫৯ রানের জুটি।

শুরুর দিকে রবীন্দ্রের একটি ক্যাচ ফেলেছিলেন জাদেজা। সেটার মূল্য ভালোভাবেই চুকাতে হয়েছে ভারতকে। রবীন্দ্র-মিচেল মিলে রীতিমতো ঘাম ছুটিয়েছেন ভারতীয় বোলারদের। ৩০০ এর বেশি রানের সম্ভাবনাও তৈরি করেছিলেন তারা। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্রের বিদায়ে হিসাব ওলটপালট হয়ে যায়।

টম ল্যাথামকে দ্রুত ফেরান কুলদীপ যাদব। গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মিচেল, তবে ৩৮ রানে কুলদীপ ভাঙেন সেই জুটিও। মার্ক চ্যাপম্যানকে কোহলির ক্যাচ বানান বুমরাহ। টেইলএন্ডারের কাউকে ১ রানের বেশি করতে দেননি মোহাম্মদ শামি।

একদিকে উইকেট পড়তে থাকলেও একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন মিচেল। শেষ ওভারে আউট হন তিনিও। ৯ চার ও ৫ ছক্কায় ১২৭ বলে ১৩০ ইনিংস খেলে শামির বলে আউট হন মিচেল। তাতে পাঁচ উইকেট পূর্ণ হয় শামিরও। ২৭৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছে ভারত। দুই ওপেনার মিলে পাওয়ারপ্লেতে যোগ করেছেন ৬৩ রান। পাওয়ারপ্লে শেষে পরপর দুই ওভারে রোহিত শর্মা এবং শুভমান গিলকে ফিরিয়েছেন লকি ফার্গুসন। চারে নামা শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন কোহলি।

ভারতের দলীয় সংগ্রহ যখন ১২৮, তখন আইয়ারকে ফেরান ট্রেন্ট বোল্ট। তবে লোকেশ রাহুলের সঙ্গে ৫৪ রানের জুটি ভারতের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন কোহলি। বিপদ অবশ্য কাটেনি তাতে।

দ্রুত সময়ের ব্যবধানে দুই উইকেট নিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। স্যান্টনারের দারুণ রিভিউতে এলবিডব্লিউ হন রাহুল। সূর্যকুমার যাদব ফেরেন রান আউট হয়ে। শেষেদিকে আর কোনো ব্যাটার না থাকায় কিছুটা চাপেই পড়ে গিয়েছিল ভারত।

তবে সেই চাপকে গায়ে লাগাতে দেননি রবীন্দ্র জাদেজা এবং কোহলি। দুজনে মিলে ৭৮ রানের জুটি গড়ে জয়ের কাছাকাছি নিয়ে যান দলকে। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ফেরেন কোহলি। তবে সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান জাদেজা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।