বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত যেকোন কোচের জন্য উচ্ছ্বসিত হওয়ার মতো ক্রিকেটার বলে মন্তব্য করেছেন শ্রীধরন শ্রীরাম। বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব পালন করা শ্রীরাম ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শান্তর অবিশ্বাস্য দুটি গুন আছে।
শ্রীধরন বলেছেন, ‘আমি তার মধ্যে দুটি গুন দেখেছিলাম (২০২২ টি-২০ বিশ্বকাপের সময়), ওই গুন দুটি তার এখনও আছে। একটি হলো, সে প্রতিদিন উন্নতি করতে চায়। আরেকটি হলো, সে ব্যাটার হিসেবে আরও ভালো করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে। সে খুব ভালো টিম ম্যান। এটা যেকোন কোচকে উচ্ছ্বসিত করবে।’
তার সঙ্গে কাজ করার সময় বিষয়টি ভালো হচ্ছে নাকি খারাপ তাও শান্ত খুব দারুণভাবে বুঝিয়ে বলে, ‘সে ফিডব্যাক দেওয়ার কাজটি খুব সততার সঙ্গে করে। কোন কিছু তার ওপর কাজ করছে কিনা সে জানাতে দ্বিধা করে না। আমার তার সততা ও যোগাযোগ দক্ষতার বিষয়টি খুব পছন্দ।’
অফ ফর্মের কারণে অনেক সমালোচনা শুনতে হয়েছে শান্তর। সেখান থেকে ফিরে ভালো ক্রিকেট খেলেছেন তিনি। শ্রীধরন মনে করেন, শান্তর মানসিক দৃঢ়তাও অনেক, ‘সে মানসিকভাবে অনেক শক্ত, ভালো খেলতে চাইলে ও দলের জন্য জিততে চাইলে বাইরের জিনিস থেকে দূরে থাকা সম্ভব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।