বিশ্বকাপ ফাইনালে কি অসাধারণ খেলাটাই না খেললেন মারনাস লাবুশেন! ৪৭ রানে অসিদের যখন ৩ উইকেট পড়ে যায় তখন ক্রিজে এসে ট্রাভিস হেডের সঙ্গে জুটি বেধে, দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে নিয়েই মাঠ ছাড়েন তিনি। ট্রাভিস হেডের সঙ্গে ২১৫ বলে ১৯২ রানের অসাধারণ জুটি গড়ে দলকে জয় এনে দেন লাবুশেন।
এক প্রান্তে দেখে শুনে খেলে ১১০ বলে ৫৮ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ম্যাচ শেষে আইসিসির সঙ্গে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা আজকে যা অর্জন করলাম তা অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া দলের হয়ে এটিই আমার সেরা অর্জন। ভারত টুর্নামেন্টের সেরা দল ছিল কিন্তু আমরা জানতাম, আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি তাহলে আমাদের সুযোগ আছে। আমাদের বোলাররা অসাধারণ ছিল। হেড একটা পাগলাটে ইনিংস খেলেছে।’
মাত্র দুই মাস আগেও অস্ট্রেলিয়া দলে ছিলেন না লাবুশেন। কিন্তু সুযোগ পেয়েই দলকে এমন উপলক্ষ এনে দিতে পেরে গর্বিত তিনি। ‘যেভাবে সবকিছু হলো তা এক কথায় অবিশ্বাস্য। আমি ভাষা হারিয়ে ফেলছি। অথচ, দুই মাস আগেও আমি এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে ছিলাম না।’
প্রসঙ্গতঃ অ্যাস্টন অ্যাগার ইনজুরিতে পড়ে গেছে তার পরিবর্তে লাবুশেনকে বিশ্বকাপের দলে নিয়েছিলো অস্ট্রেলিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।