ঘরের মাঠে রাকিব হোসেনের গোলে জয়ের সুবাস পাচ্ছিল বসুন্ধরা কিংস। ম্যাচের তখন যোগ করা সময়ের খেলা চলছিল। কিন্তু তাতে মন ভরছিল না ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতনের। তার দারুণ এক গোলে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ালো কিংস। মোহামেডানের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।
এই জয়ের মধ্য দিয়ে বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবল লিগে তাদের অপরাজিত যাত্রা আরও মজবুত করলো। ড্র দিয়ে মৌসুম শুরু করা কিংস এই নিয়ে টানা পাঁচটি জয় পেল। টানা পাঁচ জয়ে কিংস পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে। বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ফর্টিসের বিপরীতে বসুন্ধরা কিংসের সংগ্রহ ১৬ পয়েন্ট।
অন্যদিকে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ার আগে আরও একটি ধাক্কা খেয়েছে মোহামেডান। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখেন তাদের উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ মোজাফফর। সহকারী রেফারি সোহেল রানাকে হাত দিয়ে আঘাত করার কারণে তিনি এই শাস্তি পান। রেফারি লাল কার্ড দেখালে মোজাফফর রেগে তেড়ে যান, পরে সতীর্থরা তাকে শান্ত করেন।
ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় বসুন্ধরা কিংস। বাঁ-প্রান্ত থেকে ফাহিমের নিখুঁত এক ক্রস মোহামেডানের ডি-বক্সে ফাঁকায় থাকা রাকিব হোসেন ডান পায়ে জালে বল জড়িয়ে দেন। ২১ মিনিটে গোলবার বাধা না হলে কিংস দ্বিতীয় লিডও পেয়ে যেত। বক্সের বাইরে থেকে নেয়া ইমানুয়েল সানডের জোরালো শট বারে লেগে ফিরে আসে।
ম্যাচের ৪৩ মিনিটে কর্নার থেকে মোহামেডান সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু মোজাফফরের নেয়া ফ্রি-কিক এবং কর্নার থেকে জটলার মধ্যে থেকে করা শট দারুণ দক্ষতায় সেভ করেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এরপর বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে কিউবা মিচেলের জোরালো শট অল্পের জন্য বাঁ পোস্টের বাইরে দিয়ে চলে গেলে দ্বিতীয় গোলের আশা পূর্ণ হয়নি কিংসের। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, যোগ করা সময়ে সেই আশা পূরণ করেন দরিয়েলতন। নিজেদের অর্ধ থেকে সোহেল রানা সিনিয়র তাকে লম্বা বল বাড়ান। দরিয়েলতন মোহামেডানের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বলকে ফাঁকা জালে জড়িয়ে দিয়ে ২-০ গোলের জয় নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
