ঢাকাWednesday , 5 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভিসা জটিলতায় এক ফুটবলার রেখে সৌদি রওনা

BDKL DESK
March 5, 2025 4:25 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের প্রস্তুতির জন্য আজ দুপুরে সৌদি আরব রওনা হয়েছে। ভিসা জটিলতায় দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া দলের সঙ্গী হতে পারেননি।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সকাল থেকে সৌদিতে ভিসার জন্য যোগাযোগ করছিল। বোর্ডিং ও অন্য আনুষ্ঠানিকতা শেষে যখন ফ্লাইটে উঠার অপেক্ষায়। তখন রহমতের ভিসা আসে। সেই সময় আসলে বোর্ডিং করানো সম্ভব হয়নি।’

ভারত ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ৩০ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে কাজ করছেন। দুই প্রবাসী ফুটবলার হামজা ও ফাহমিদুল ছাড়া ২৮ জন ঢাকায় গত চার দিন অনুশীলন করেছেন। এদের মধ্যে রহমত ছাড়া সবাই সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজ বা আগামীকালের মধ্যেই রহমতকে সৌদি পাঠাবেন বলে জানিয়েছেন।

সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলের ভিসার ব্যবস্থা করেছে। আজ ফ্লাইট হলেও গতকাল পর্যন্ত কোচিং স্টাফের একজন ও কয়েকজন ফুটবলারের ভিসা অনিশ্চয়তা ছিল। নানা যোগাযোগের পর আজ সকাল পর্যন্ত রহমত ছাড়া অন্যদের ভিসা হয়। রহমতের ভিসাও শেষ পর্যন্ত হলেও দলের সঙ্গী হতে পারলেন না। এ নিয়ে ম্যানেজার আমের খান বলেন, ‘সৌদিই ফেডারেশনই বিগত সময় বাংলাদেশ দলের ভিসা করে দিয়েছে এবারও। আমাদের ফেডারেশন এই বিষয়ে প্রতিনিয়ত তাগিদ দিলেও এটি তো তাদের হাতেই। মুলত রমজান মাসে তাদের কর্মঘণ্টাও ভিন্ন।’

দুপুর ১ টা ৫৫ মিনিটে ফ্লাইট থাকলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত বিমান রানওয়েতে। ঢাকা থেকে বিমান চট্টগ্রামে যাবে। সেখানে এক ঘন্টায় যাত্রী উঠিয়ে এরপর জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। জেদ্দা থেকে বাংলাদেশ দল এরপর তায়েফে যাবে। সেখানে ২-৩ ঘন্টার সড়ক ভ্রমণ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।