হামজা চৌধুরী ও শমিত সোমরা যে খেলতে পারবেন না বিধায় তাদের ছাড়াই নেপালের বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করতে হয় হাভিয়ের ক্যাবরেরাকে। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ ছিল দুদলের প্রথম ম্যাচ। যেখানে গোলশূন্য ড্র হয়েছে।
হামজা ও শমিত না থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন, ছিলেন ক্যাবরেরার একাদশেও। গোলের নিচে দাঁড়িয়েছিলেন সুজন হোসেন, আক্রমণভাগে সোহেল রানা, সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিমরা। সুজন গোলপোস্ট অক্ষত রাখলেও রানারা গোলের খাতা খুলতে পারেননি।
১০ মিনিটে বাংলাদেশ নেপালের জাল কাঁপিয়েছিল। নেপাল গোলরক্ষক তপু বর্মণের হেড ঠেকিয়ে দিলে বল চলে কর্নার লাইনের দিকে। রাকিব হোসেন বল পাঠিয়ে দেন ডি বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ রিদয়ের কাছে। রিদয় জোরালো শট নিয়েছিলেন, সেই বলে ছোঁয়া লাগান সুমন রেজা। বল জালে জড়ালেও সুমন অফসাইডে দাঁড়িয়ে থাকায় সেটা বাতিল হয়ে যায়।
৩৯ মিনিটে লাল সবুজদের সামনে দুর্দান্ত একটি সুযোগ এসেছিল। থ্রো-ইন ঠেকাতে সামনে চলে এসেছিলান নেপালি গোলরক্ষক, বল ঠেকানও তিনি। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি। বেশ কয়েকজন ফুটবলারকে সামনে রেখে নেওয়া সুমন রেজার শট চলে যায় ওপর দিয়ে।
নেপালও বেশ কয়েকজন বাংলাদেশকে চ্যালেঞ্জা জানিয়েছে। বাংলাদেশের মতো তারাও গোল করতে ব্যর্থ হয়। দুদলের দ্বিতীয় ও সবশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।