ঢাকাSaturday , 15 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল দিলো ভারত

BDKL DESK
November 15, 2025 5:41 pm
Link Copied!

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি সামনে রেখে গেল সপ্তাহখানেক বেঙ্গালুরুতে ক্যাম্প করেছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটি খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে সফরকারী দলের।

এক হামজা চৌধুরী যেন বদলে দিয়েছেন বাংলাদেশ ফুটবলের চিত্রটা। ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন সমর্থকরা। হামজার দেখানো পথে হেঁটে এরই মধ্যে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন সামিত সোম, ফাহামিদুল, জায়ান ও সর্বশেষ কিউবা মিচেলরা। বাংলাদেশের দেখানো পথে হাঁটছে ভারতও। হামজাদের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসকে।

তবে রায়ানের খেলা এখনো নিশ্চিত নয়। তার অন্তর্ভুক্তি নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া থেকে এনওসি এবং এরপর ফিফা ও এএফসি থেকে অনুমোদনের ওপর। আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন দেশের ফেডারেশনের আওতাধীন খেলোয়াড়দের ক্ষেত্রে এই অনুমোদন প্রক্রিয়া বাধ্যতামূলক।

ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, উইলিয়ামস দলের সঙ্গে ঢাকায় ভ্রমণ করবেন। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়া পূরণ হওয়ার আগে তাকে মাঠে নামানো যাবে না। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত। আগামী ১৭ নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে ঢাকার মাঠেই দেখা যেতে পারে তাকে। নয়তো আরও দীর্ঘায়িত হবে তার ভারত অভিষেকের অপেক্ষা। অবশ্য এরই মধ্যে ভারতের হয়ে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি।
জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও, মায়ের দিক ভারতের নাগরিকত্ব আছে উইলিয়ামসের। আবার বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার পথও খোলা ছিল তার। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্তই নেন তিনি। তবে এরপর আর জাতীয় দলে সুযোগ হয়নি তার। তাই পরে ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার সম্ভাবনা বাকি নেই ভারত বা বাংলাদেশের। চার ম্যাচ খেলে দুই দলই পেয়েছে মাত্র ২টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে ভারত।

বাংলাদেশ ম্যাচের জন্য ভারতের স্কোয়াড: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।