ঢাকাSaturday , 18 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে মাঠে ফিরছে লিগ

BDKL DESK
October 18, 2025 11:40 pm
Link Copied!

ঘরোয়া ফুটবল মৌসুম ২০২৫-২৬ শুরুর পরপরই বিরতি পড়েছিল জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে। এবারের মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। দুই দিনে পাঁচ ম্যাচ হওয়ার পর জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বিরতি পড়েছিল লিগের। ২২ দিন পর ফের লিগ শুরু হচ্ছে রোববার।

এবারের লিগের শুরুতেই অঘটনের শিকার হয়েছে বড় দলগুলো। চ্যাম্পিয়ন মোহামেডান প্রথম ম্যাচেই ২-০ গোলে হেরেছে ফর্টিস এফসির কাছে। বসুন্ধরা কিংস ২-২ গোলে ড্র করেছে নবাগত পিডব্লিউডির বিপক্ষে এবং আবাহনী গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের কাছে।

বড় তিনটি দলই চাপের মুখে থেকে শুরু মাঠে নামছে দ্বিতীয় রাউন্ডে। রোববার লিগের নতুন ভেন্যু মানিকগঞ্জে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ক্লাব, কুমিল্লায় আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজীপুরে পুলিশের বিপক্ষে খেলতে নামবে চ্যাম্পিয়ন মোহামেডান।

কয়েক মৌসুম ধরে লিগ হয়ে আসছিল সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। এবার শুরুর পর পর বিরতিতে যাওয়ার কারণে শুক্র-শনিবার ছাড়াও অন্যান্য দিনে ম্যাচ রাখা হয়েছে। সোমবার দুটি ম্যাচ আছে। বসুন্ধরা কিংস নিজেদের মাঠে খেলবে ফর্টিস এফসির বিপক্ষে এবং মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।