ঢাকাWednesday , 5 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বড় চমক রেখে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ভারতের

BDKL DESK
November 5, 2025 7:49 pm
Link Copied!

চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। সেই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে ২৩ সদস্যের এই দলে নেই কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রীর নাম।

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা অনেকটাই বেড়েছে। তবে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি মূলত নিয়মরক্ষার ম্যাচ। কারণ, এশিয়ান কাপের মূলপর্বের আশা তাদের জন্য শেষ হয়ে গেছে।

গত অক্টোবরে সিঙ্গাপুরের কাছে ১–২ গোলে হারায় ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের নিচে নেমে যায় ভারত, চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ তাদের। বাংলাদেশও দুই পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে হংকং ও সিঙ্গাপুর, যারা ৮ পয়েন্ট নিয়ে মূল পর্বের দৌড়ে রয়েছেন।

ভারতের দল আগামীকাল বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর তারা ঢাকায় পৌঁছাবে। ৪১ বছর বয়সী সুনীল ছেত্রী মার্চে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন, শিলংয়ে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়।

কিন্তু নতুন কোচ খালিদ জামিলের অধীনে ছেত্রীকে সিএএফএ নেশনস কাপে এবং এবারও দলে রাখা হয়নি। এটি হতে পারে ছেত্রীর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়, যদিও ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে তাকে ডাকাও হতে পারে। মূলত নতুনদের ওপর আস্থা রাখছেন জামিল।

ভারতের দল:

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল
ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম
ফরোয়ার্ড: ইরফান যাদওয়াদ, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।