আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।
এই দুটি ম্যাচ খেলার জন্য আগামী ৯ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ১০ নভেম্বর ঢাকায় পা রাখবেন জাতীয় দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী।
জাতীয় দলের ক্যাম্প গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকেই শুরু হয়েছে। ক্যাম্প নিয়ে ম্যানেজার আমের খান জানিয়েছেন, হংকং ও চায়না ম্যাচের স্কোয়াড নিয়েই কাজ করবেন তারা।
তবে এএফসি বাছাইয়ের আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ফাহামিদুল ইসলামকে ভারতের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না। তবে ১৩ তারিখের প্রীতি ম্যাচে এই ফরোয়ার্ডের খেলার কথা ছিল। বাফুফের একটি সূত্রে জানা গেছে, যেহেতু ভারতের বিপক্ষে মূল ম্যাচটি তিনি খেলতে পারছেন না, তাই তাকে প্রীতি ম্যাচের জন্য ডাকা হবে না। ফলে তার দেশে আসার বিষয়টিও অনিশ্চিত।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৮ নভেম্বর নরউইচ সিটির বিপক্ষে ম্যাচ আছে হামজার দল লেস্টার সিটির। এরপরই দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের এই ‘নম্বর এইট’।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

