শুরুটা হয়েছিল স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে আজ ইয়েমেনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ফাহামেদুলরা এ ম্যাচেও হেরেছেন। দুই ম্যাচে দুই হারে বাংলাদেশের মূলপর্বে খেলার আশা প্রায় শেষের পথে।
আল-আওয়ামির যোগ করা সময়ের গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে হেরেছে। এক ম্যাচ হাতে থাকলেও চার দলের মধ্যে ‘সি’ গ্রুপে তাদের স্থান হলো সবার শেষে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইয়েমেন, ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়েতনাম। বাকি দুই ম্যাচ থেকে ভিয়েতনাম যদি একটি পয়েন্টও আদায় করতে পারে, তবে বাংলাদেশের মূলপর্বে খেলার আশা শেষ হবে। ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।
ভিয়েতনামের পাশাপাশি সিঙ্গাপুরের মূলপর্বে খেলার আশা এখনও বেছে আছে। ভিয়েতনাম পরের দুই ম্যাচে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সিঙ্গাপুর দুই ম্যাচে জিতলে সম্ভাবনা থাকবে গ্রুপ রানার্সআপ হওয়ার।
৪৪টি দলকে ১১টি গ্রুপে রেখে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হয়েছিল। এখান থেকে মোট ১৫টি দল মূলপর্বের টিকিট পাবে, ১১ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নদের পাশাপাশি রানার্সআপদের মধ্যে থেকে সেরা ৪টি দল মূলপর্বে যাবে (পয়েন্টের হিসাবে, পয়েন্ট সমান হলে গোল ব্যবধান)।
আগামী বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্ব বসবে সৌদি আরবে। ৭ জানুয়ারি থেকে খেলা শুরু হবে, ফাইনাল ২৫ জানুয়ারি। এতে মোট ১৬টি দল প্রতিযোগিতা করবে, সৌদি আরব সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।