ঢাকাSunday , 9 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইতালি প্রবাসী ফাহমিদুলকে দলে নেওয়ার কারণ জানালেন বাংলাদেশ কোচ

BDKL DESK
February 9, 2025 10:06 pm
Link Copied!

গত কয়েক বছর ধরেই প্রবাসী ফুটবলারদের নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। ২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা চমকই দেখিয়েছেন। ৩৮ জনের প্রাথমিক তালিকায় ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে অর্ন্তভুক্ত করেছেন। কানাডিয়ান সামিত সোমসহ আরো কয়েকজন প্রবাসী ফুটবলার নিয়ে আলোচনা হলেও ইতালিয়ান এই ফুটবলার ছিলেন একেবারে আলোচনার বাইরে।

হ্যাভিয়ের ক্যাবরেরা এই মুহুর্তে বাংলাদেশের বাইরে রয়েছেন। ৩৮ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে তিনি বাফুফেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই বার্তায় ইতালিয়ান প্রবাসী ফুটবলার সম্পর্কে হ্যাভিয়ের বলেন, ‘সে সিরি ডি (চতুর্থ স্তর) লিগে অলবিয়া কালসিতে খেলে। তার বয়স মাত্র ১৮ কিন্তু সে সিনিয়র দলে খেলে। বয়স কম হলেও ইউরোপের একটি লিগে সিনিয়র দলে খেলছে। লেফট ব্যাক এবং উইং ব্যাক হিসেবে খেলে থাকে সে।’

জামাল ভূইয়া, তারিক কাজী, কাজেম শাহ সবাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করে জাতীয় দলে এসেছেন। জেমি ডে’র সময় রাহবার খান কানাডা থেকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন। এ নিয়ে তখন সমালোচনা হয়েছিল। ফাহমিদুল ইসলাম কতটা পারফর্ম করতে পারেন সেটাই দেখার বিষয়।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরির নাম বাফুফে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এ জন্য খানিকটা স্বস্তি হ্যাভিয়েরের কন্ঠে, ‘হামজা দলে আছেন এটা অন্য সবার জন্য অবশ্যই উদ্দীপনামূলক।’

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় লেগের প্রথম রাউন্ড শেষে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে ক্যাম্প। এক সপ্তাহ পর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। আজ প্রকাশিত প্রাথমিক স্কোয়াডে ৩৮ জন থাকলেও সৌদিতে ২৮ জন নিয়ে যেতে পারেন কোচ। দল নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পর্যালোচনা করেই এই তালিকা করা হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।