ঢাকাMonday , 10 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হামজা বললেন, ‘ভারতের সঙ্গে আমরা জিতব ইনশাআল্লাহ’

BDKL DESK
November 10, 2025 9:28 pm
Link Copied!

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেবার গোলশূন্য ড্র হলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন হামজা। বাংলাদেশের এই তারকা মিডফিল্ডারের আশা, এবার হবে ভিন্ন কিছু।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পাঁচ দিন পর ১৮ নভেম্বর একই মাঠে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচ খেলতে সুদূর ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি এই তারকা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এরপর সেখান থেকে সরাসরি টিম হোটেল যান এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল আর সতীর্থকে দিয়ে করানো ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

পরে বাফুফের এক ভিডিও বার্তায় ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘এমন দারুণ অভ্যর্থনা দেওয়ায় আপনাদের ধন্যবাদ। আমি ঢাকা ফেরত এসেছি। ভারতের সঙ্গে এত বড় একটা ম্যাচ হবে ইনশাআল্লাহ। তার আগে নেপালের সঙ্গে একটা ম্যাচ আছে। শেষ ম্যাচে জিততে পারিনি। কিন্তু খেলায় উন্নতি হয়েছে। ইন্ডিয়ার সঙ্গে জিতমু (জিতব) ইনশাআল্লাহ। সবাই আমরা রোমাঞ্চিত। কঠোর পরিশ্রম করছি।’

সব কিছু ঠিকঠাক থাকলে আজ দুপুর ১২ টায় ঢাকায় আসার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু ইংল্যান্ডে রাস্তায় ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফে থেকে দেওয়া নির্ধারিত টিকিটের ফ্লাইট ধরতে পারেননি হামজা। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশে আগমন পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। কোনো প্রাকটিস না থাকায় আজ প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে টিম হোটেলেই বিশ্রাম নেবেন হামজা।

এদিকে দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের এশিয়ান কাপ খেলার আশা শেষ হয়ে যায়। এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুটিতে ড্র করেছে ও দুটি ম্যাচ হেরেছে হাভিয়ের কাবরেরার দল। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটি হচ্ছে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের পঞ্চম ম্যাচ। আগামী বছরের মার্চে সিঙ্গাপুরে শেষ ম্যাচ খেলবে জামাল, হামজারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।