ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবারও হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।ম্যাচের প্রথমার্ধে দল পিছিয়ে পড়লেও দারুণভাবে সামলে নিয়েছিলেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
৪৬ মিনিটে দৃষ্টিনন্দন ওভারহেড কিক এবং ৫০ মিনিটে পানেনকা শটে পেনাল্টি থেকে গোল করে তিনি দলকে ২-১ ব্যবধানে লিড এনে দেন। তবে দুর্বল রক্ষণভাগ ও গোলকিপারের ভুলে যোগ করা সময়ে গোল হজম করায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ম্যাচের আগে নির্ভার থাকা হলো না লাল-সবুজ দলের।
লিড নিয়ে ৮০ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন হামজা। মাঠের বাইরে সুশ্রুষা নিতে দেখা গেলেও, ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরা জোড়া সুসংবাদ দিয়েছেন হামজাকে নিয়ে। বাংলাদেশ কোচ নিশ্চিত করেছেন যে লেস্টার সিটি তারকার চোট গুরুতর নয় এবং তিনি ভারত ম্যাচে খেলতে পারবেন। কাবরেরা বলেন,‘হামজাকে নিয়ে চিন্তার কিছু নেই। সে ভারত ম্যাচেও খেলতে পারবে।’
তবে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হওয়ায় কোচ কাবরেরা নিজের অসন্তুষ্টি গোপন করেননি। তিনি বলেন,‘আমি খেলোয়াড়দের ১০০ বার শিখিয়েছি, কিন্তু তারপরও কেন তারা পারছে না তা আমারও জানা নেই।’
হামজাকে নিয়ে নেপাল কোচ হারি খাড়কা বলেন,‘তাকে (হামজা) উঠিয়ে নেয়া কোচের (কাবরেরা) সিদ্ধান্ত। তবে সে খেললে আমাদের জন্য কঠিন হতো। গোল হজমের পর আমরা পরিকল্পনা বদলাই, কিছু সুযোগ তৈরি করি এবং শেষ পর্যন্ত গোলও আদায় করি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

