দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। বুধবার বাংলাদেশ দল কাঠমান্ডু যাচ্ছে। ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড থেকে সরাসরি নেপাল এসে ম্যাচ দুটি হামজা খেলবেন বলেই আশায় ছিলেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বাফুফেও সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল হামজাকে পাওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত আশাভঙ্গ হতে হয়েছে। হামজা খেলতে পারবেন না এই দুই ম্যাচ। মঙ্গলবার হামজাকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসলেও হামজাকে না পাওয়ার বিষয়টি আগেই আভাস পেয়েছিলেন কোচ। তাই তো তিনি সেভাবেই দলকে অনুশীলন করিয়েছেন। সোমবার অনুশীলনের আগে গণমাধ্যমে কথা বলার সময় সেই আভাস দিয়েছিলেন কোচ। তিনি বলেছিলেন, ‘নেপাল সফরের জন্য এই দলটি প্রস্তুত। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’
আমের খান বলেছেন, ‘হামজাকে পেতে ফেডারেশন চেষ্টা করেছিল। তার এজেন্টের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছিল। সর্বশেষ ম্যাচে হামজা ইনজুরিতে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেস্টার সিটি। এজেন্ট সেটা জানিয়ে দিয়েছেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।