ঢাকাSaturday , 14 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

হাজারও সমস্যা নিয়ে শুরু হচ্ছে জাতীয় সাঁতার

Sahab Uddin
October 14, 2023 10:07 pm
Link Copied!

নদীমাতৃক দেশ বাংলাদেশের সাঁতারে রয়েছে অজস্র সমস্যা। নানা প্রতিবন্ধকতা রয়েছে দেশের প্রধান সাঁতার ভেন্যু মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম কমপ্লেক্সেও। নেই ইলেকট্রনিক বোর্ড ও গ্যাসের লাইন, এর সঙ্গে যোগ হয়েছে স্টার্টিং লাইনের সমস্যাও। এত প্রতিবন্ধকতার মধ্যেই আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার প্রতিযোগিতা।

এ উপলক্ষ্যে শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। জাতীয় সাঁতারের চেয়ে মিরপুর সুইমিং কমপ্লেক্সের সমস্যা নিয়েই চলেছে মূলত সম্মেলন। ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফের কণ্ঠে বেজেছে অসহায়ের সুর, ‘দীর্ঘদিন থেকেই আমাদের ইলেকট্রনিক বোর্ডের সমস্যা। এটি এখনও সমাধান হয়নি। যার কারণে আমরা আন্তর্জাতিক খেলা ঢাকায় আয়োজন করতে পারি না।’

গত কয়েক বছর ইলেকট্রনিক বোর্ডের পরিবর্তে হ্যান্ড-টাইমিংয়ে চলছে জাতীয় সাঁতার। এবার নতুন সমস্যা যোগ হয়েছে স্টার্টিং ব্লক-লাইনে। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করলেও এখনও প্রতিকার পায়নি ফেডারেশন। তাই খেলা শুরুর আগে ফেডারেশন খানিকটা শঙ্কায় রয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আমাদের আলোচনা চলমান। খেলা শুরুর আগেই এটি ঠিক করে দেওয়ার কথা তাদের। না হলে বেশ সমস্যা হবে।’

জাতীয় ক্রীড়া পরিষদ সুইমিংপুলের গ্যাসের লাইন বাইরের একটি রেস্টুরেন্টকে দিয়েছে। অনেকদিন এভাবে চলার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ রেস্টুরেন্টের অবৈধ লাইনসহ সাঁতারের লাইনও কেটে দিয়েছে। তাই আসন্ন শীতে অনুশীলন চালানো সম্ভব নয় বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘ফেব্রুয়ারিতে একটি আন্তর্জাতিক গেমস রয়েছে এজন্য অলিম্পিক এসোসিয়েশন অনুশীলন চালিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু শীতে গ্যাস না থাকলে তো অনুশীলন চালানো সম্ভব নয়।’

এত সমস্যা এবং প্রতিবন্ধকতার দায় সকলের মধ্যে ভাগ করে নিলেন সাধারণ সম্পাদক, ‘এই ব্যর্থতার দায় আমাদের সকলের।’

দেশব্যাপী ৫২ দলের প্রায় সাড়ে পাঁচশ জন সাঁতারুর অংশগ্রহণে ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার, ডাইভিং এবং ওয়াটারপোলো প্রতিযোগিতা। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় টুর্নামেন্টে পুরুষ ও মহিলা দুই বিভাগে ১৯টি করে ইভেন্ট থাকছে। এছাড়া পুুরুষ বিভাগে ডাইভিংয়ে তিনটি এবং ওয়াটারপোলো ইভেন্টও রয়েছে। স্বর্ণ, রুপা এবং ব্রোঞ্জ ছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ এবং নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার বদরুদ্দোজা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।