হংকং পৌছেঁ অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিন শুধু রিকোভারি সেশনে ছিলেন ফুটবলাররা। ঘরের মাঠে করা ভুলের আর পুনরাবৃত্তি তারা করতে চান না ডু অর ডাই ম্যাচে। জয় তুলে টিকে থাকতে চান এশিয়ান কাপ নিশ্চিত করার দৌড়ে।
ঘরের মাঠে হংকং-চায়নার বিপক্ষে অমন একটা হারের পর হয়তো অনেকেই বাংলাদেশের পক্ষে বাজি ধরার আর সাহস রাখবেন না। তবে সমর্থকদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরানোর প্রতিজ্ঞা নিয়ে হংকং সিটিতে বাংলাদেশ। এশিয়ান কাপ খেলার সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে গেলেও, যতটুকু বেঁচে আছে সেখান থেকে ঘুরে দাড়িয়ে ইতিহাস রচনার প্রত্যয়।
হংকং পৌঁছে একদিনের মাথায়ই অনুশীলন করেছে বাংলাদেশ। তবে ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিনটা কাটিয়েছে তারা রিকোভারি সেশনের মধ্য দিয়ে। টানা খেলার ধকল থাকায় ফুটবলাররা পড়তে পারেন ইনজুরিতে। তাই হামজাদের নির্ভার রেখে ফিটনেস আর কন্ডিশন নিয়ে কাজ করেছেন কাবরেরা।
তিনি বলেন, ‘আমরা লম্বা জার্নি করে এসেছি। তার আগের দিন হাই ইন্টেন্স ম্যাচ খেলেছি। ফুটবলারদের আসলে বিশ্রাম প্রয়োজন। তাই আমরা রিকোভারিতে মনোযোগ দিয়েছি। পর্যাপ্ত বিশ্রাম না হলে ইনজুরির শঙ্কা থাকে। আমরা সেই ঝুঁকি কিছুতেই নেব না।’
হংকং চায়নার বিপক্ষে ইনজুরির কারণে ঘরের মাঠে সেরা একাদশ মাঠে নামাতে পারেননি হাভিয়ের কাবরেরা। তবে সুখবর হলো চোট সেরে উঠেছে তপু বর্মণের। ম্যাচের প্রথম মিনিট থেকেই খেলতে প্রস্তুত এই সেন্টার ডিফেন্ডার। তিনি দৃঢ় প্রত্যয়ী ঘরের মাঠের ভুলগুলোর আর পুনরাবৃত্তি হবে না হংকংয়ে।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত যে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ তা এসেছে বিদেশের মাঠ থেকে। দুই ম্যাচ পর আবারো অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজ। প্রতিপক্ষরা তাদের অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট বের করতে পারলে বাংলাদেশ কেন নয়?
হংকং-চায়নার বিপক্ষে দ্বিতীয় লেগে একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস আছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। যে ভুল হয়েছে জাতীয় স্টেডিয়ামে, সে পথ আর মাড়াতে চায় না টিম ম্যানেজমেন্টও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।