ঢাকাThursday , 9 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত-ফাহামিদুলরা

BDKL DESK
October 9, 2025 8:40 pm
Link Copied!

এশিয়া কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে একটুর পর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এ ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ও ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ইসলামকে। নেই তপু বর্মণ ও জামাল ভূঁইয়াও।

জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় শুরু হবে ম্যাচ। তার মিনিট ত্রিশ আগে সামাজিক মাধ্যমে একাদশ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তবে হারলেও যে সম্ভাবনা থাকবে না, তা কিন্তু নয়; তবে সেটি কেবল কাগজে-কলমেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাভাবিকভাবেই লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর কাছে দলের প্রত্যাশাও অনেক বেশি। শুরুর একাদশে তাকে রেখেই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ।

তবে প্রথম একাদশে নেই শমিত, ফাহমেদুল, তপু ও জামাল। ম্যাচের আগে দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করা হয়নি শমিতের। চোট থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট নন তপুর।

বাছাইয়ে এখন পর্যন্ত হারেনি হংকং। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র এবং পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল তারা। বাংলাদেশের বিপক্ষে কখনও হারের অতীত নেই হংকংয়ের। পরিসংখ্যান বা ফিফা র‌্যাঙ্কিংয়েও যথেষ্ট এগিয়ে আছে তারা। তবে এসব পরিসংখ্যান মাঠের লড়াইয়ে জয়ের জন্য যথেষ্ট হবে না বলে দলকে সতর্ক করে দিলেন ওয়েস্টউড।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র
আক্রমণভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।