ঢাকাTuesday , 14 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হংকংকে কাঁপিয়ে আক্ষেপের ড্র বাংলাদেশের

BDKL DESK
October 14, 2025 11:00 pm
Link Copied!

নিজেদের ভুলের কারণেই ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। ফিরতি লেগে মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের মাঠেও ঠিক সেই একই ভুল করে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ খেলা উপহার দেন হামজা-শমিতরা। স্বাগতিকদের শেষ মূহুর্তে একেবারে কোণঠাসা করে ফেলেন হামজা-জায়ানরা। তার ফলও পেয়ে যায় ম্যাচের ৮৪ মিনিটে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন। তার গোলেই আক্ষেপের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ঘরের মাঠে নিজেদের ভুলের কারণেই হংকংয়ের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। শেষের এক মিনিটেই ব্যবধানে গোল হজম না করলে সে ম্যাচটা অন্তত ড্র করতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা। একের পর এক ভুল না করলে হয়তো জিততেও পারতেন হামজা-শমিতরা।

ফিরতি লেগে কাই তাক স্পোর্টস পার্কে শুরুতে একটু অগোছালো থাকলেও ধীরে ধীরে গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে তারিক কাজী ভুল না করলে এ ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়তে পারতেন হামজা-জায়ানরা। কিন্তু আজও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো হামজাকে। তবে এইটুকু সান্ত্বনা যে, হংকংয়ের মাঠে অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ।

‘সি’ গ্রুপের টেবিলে ২ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তলানিতে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। বাছাই পেরুনোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে জয় ভীষণ প্রয়োজন ছিল বাংলাদেশের, কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুটা আশার সঞ্চার করলেও তা আর পূরণ হলো না।

ঢাকায় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ নিয়ে সমালোচনায় পড়তে হয় হাভিয়ের কাবরেরাকে। আগের ম্যাচে শমিত সোম ও জায়ান আহমেদকে নামানো হয়েছিল বদলি হিসেবে। তবে আজ তাদের নামানো হয় শুরুর একাদশেই।

২২তম মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু উপর থেকে হামজার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে যায়।

তালগোল পাকিয়ে ৩৪ মিনিটে বিপদ ডেকে আনেন তারিক। সতীর্থের পাস নিজেদের বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিতে গিয়ে পা ফসকে ব্যালেন্স হারিয়ে ফেলেন তিনি। এরপর তাড়াহুড়া করে নিয়ন্ত্রণ ফিরে পেতে ফের্নান্দো পেরেইরাকে বক্সে ফাউল করে বসেন তিনি। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিতুলকে বিপরীত দিকে ছিটকে দিয়ে স্পট কিক থেকে হংকংকে এগিয়ে নেন ম্যাট অর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চেষ্টা করেন হামজা-শমিতরা। আক্রমণের ধার বাড়াতে ৬৪তম মিনিটে দুটি পরিবর্তন আনেন কোচ হাভিয়ের কাবরেরা। জায়ান ও সোহেল রানাকে তুলে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামান তিনি। তিন মিনিট পর ফাহামিদুলের জোরাল শট সরাসরি যায় গোলরক্ষকের কাছে। ৭৯তম মিনিটে মোরসালিনের বদলি হিসেবে মাঠে নামেন ফয়সাল আহমেদ ফাহিম।

৭৩তম মিনিটে দারুণ একটা সুযোগ মিস করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে দুর্দান্ত একটা ক্রস করেছিলেন সাদ উদ্দিন। গোলমুখের একেবারে সামনে বল পেয়েও সেটি জালে জড়াতে পারেননি ফাহামেদুল। টাচ করার আগেই তার সামনে দিয়ে বল বেড়িয়ে যায় দ্রুত গতিতে।

৭৬তম মিনিটে শমিত সোমকে বাজেভাবে ফাউল করেন ওলিভার বেনজামিন। আর তাতেই দ্বিতীয় হলুদ দেখেন এই ডিফেন্ডার। ওলিভার বেনজামিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় হংকং।

এরপর আক্রমণের ধার আরও বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তার ফল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। বাম দিক থেকে ফাহিমের ক্রসে ফাহামিদুলের হেডে বল যায় রাকিবের পায়ে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। কিন্তু এরপর অনেক চেষ্টা করেও জয়সূচক গোল পায়নি বাংলাদেশ। ফলে ১-১ গোলের আক্ষেপের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।