ঢাকাSaturday , 4 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সৌদি আরব যাচ্ছেন জামাল ভূঁইয়া

Sahab Uddin
March 4, 2023 11:08 am
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না জামাল ভূঁইয়ার। বেশি টাকার প্রস্তাব পেয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছেড়ে আর্জেন্টিনার অ্যামেচার ক্লাবে খেলতে চেয়েছিলেন জামাল। কিন্তু জামালের বর্তমান ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র অনুমতি দেবে না বলে তাকে জানিয়ে দিয়েছে।

তাই আর্জেন্টিনা নয়, জাতীয় দলের হয়ে অনুশীলন করতে রোববার দিবাগত রাত দেড়টায় সৌদির পথে উড়াল দেওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। আর্জেন্টিনা যাওয়ার কোনো আপডেট আছে? জামাল ভূঁইয়ার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে চাইলে তিনি জবাবে ‘নাথিং’ লিখে একটি কান্নার ইমোজি যোগ করে দিয়ে বুঝিয়ে দেন, এ যাত্রায় তার আর্জেন্টিনা যাওয়া হচ্ছে না। যে কারণে তার মনও খারাপ।

মার্চের ২০ থেকে ২৮ তারিখ সিলেটে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে জাতীয় ফুটবল দল ক্যাম্প করবে সৌদি আরবের মদিনায়। আগামীকাল রোববার রাতে জাতীয় দলের দ্বিতীয় বহর যাবে সৌদি আরব। ওই বহরে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাফুফে সূত্রে জানা গেছে, জামাল ভূঁইয়াকে মদিনায় পাঠানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে তারা।

বাংলাদেশ দলের প্রথম গ্রুপ মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আজ শনিবার রাত দেড়টায় বাংলাদেশ বিমানযোগে। ১৩ জনের প্রথম গ্রুপে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ফিটনেস কোচ ইভান রাজলগ এবং ১১ জন ফুটবলার রয়েছেন।

এই ১১ ফুটবলার হলেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া।

বসুন্ধরা কিংসের তারিক রায়হান কাজী লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর ছুটিতে ফিনল্যান্ড গেছেন। সেখান থেকে তিনি আজ শনিবার রওয়ানা দিয়ে রোববার মদিনা পৌঁছবেন। রোববার মদিনায় দলের সঙ্গে যোগ দেবেন নতুন সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও ফিজিও।

রোববার রাতে মদিনা রওয়ানা দেবে জাতীয় দলের দ্বিতীয় বহর। ওই বহরে জামাল ভূঁইয়া ছাড়াও থাকবেন আবাহনীর শহীদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, শেখ রাসেল ক্রীড়া চক্রের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইব্রাহিম, ফর্টিস এফসির মিতুল মারমা, মজিবুর রহমান জনি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান সজিব, মোহামেডানের শাহরিয়ার ইমন ও পুলিশ এফসির রবিউল হাসান। ম্যানেজার ইকবাল হোসেন এবং অন্যান্য অফিসিয়ালরা দলের দ্বিতীয় বহরে থাকবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।