ঢাকাWednesday , 15 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিতে উঠেই জারিফের চোখ শিরোপায়

BDKL DESK
October 15, 2025 7:13 pm
Link Copied!

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের জারিফ আবরার। বুধবার (১৫ অক্টোবর) জাতীয় টেনিস কমপ্লেক্সে ভারতের শৌনক চ্যাটার্জিকে ২-১ সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সেমিফাইনালে জারিফের প্রতিপক্ষ থাইল্যান্ডের আরিয়াফোল লেকুল।

সেমিফাইনাল নিশ্চিত করেই জারিফ জানালেন তার লক্ষ্যের কথা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে আত্মবিশ্বাস থাকা দরকার, সেটিও তার আছে। ম্যাচের পর তিনি বলেন, ‘ইনশাল্লাহ, সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলবো। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারবো, সেই আত্মবিশ্বাসটাও আছে।’

শৌনকের বিপক্ষে আজ জারিফের জয় পাওয়াটা মোটেও সহজ ছিলো না। ভারতীয় এই খেলোয়াড় জারিফকে কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলেছিলেন। প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে জয়ের দেখা পান এই বাংলাদেশি। প্রথম সেট থেকেই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হয়। জারিফের শুরুটা অবশ্য ভালো হয়নি, ৫-৭ গেমে তিনি হেরে যান প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-২ গেমে জিতে সমতা ফেরান।

তৃতীয় সেটে ছিলো নাটকীয়তা। শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে যান জারিফ। তখন মনে হচ্ছিল, তিনি বোধহয় হেরেই যাবেন। ৫-৩ গেমে লিড নেন শৌনক। তবে জারিফও হাল ছাড়েননি। পিছিয়ে থেকেও পরপর চার গেম জিতে ব্যবধানটা করেন ৭-৫। আর তাতেই নাটকীয় এক জয় পান জারিফ।

এমন লড়াই জিতে নিজেকে কিছুটা ভাগ্যবানও মনে করছেন জারিফ, ‘ভাগ্যটা সহায় ছিল। আসলে এই ম্যাচ জিতবো ভাবিনি। একটা সময় আমি ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ি। এতটা ব্যবধানের পর ঘুরে দাঁড়াতে পারবো চিন্তাও করিনি। তবে একটা সময় মোমেন্টটা শিফট হয়েছে।’

১১ অক্টোবর শুরু হওয়া এই আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে আরও ১১টি দেশ- অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।