ঢাকাSunday , 16 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাবিনাদের অনুশীলনে ফেরার খবরে যা বললেন বাটলার

BDKL DESK
February 16, 2025 8:31 pm
Link Copied!

অবশেষে অভিমান ভাঙলো নারী ফুটবলারদের। কোচের সঙ্গে তাদের দ্বন্দ্বের অবসান হয়েছে, এমনটাই দাবি ফেডারেশনের। পিটার বাটলারের অধীনেই অনুশীলনে ফিরতে নাকি রাজি হয়েছে বিদ্রোহী ১৮ ফুটবলার। বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠক শেষে নিজেদের পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সাবিনারা। আর অভিমান ভেঙে তাদের ফেরার খবর শুনে ইতিবাচক মন্তব্যই করেছেন কোচ পিটার বাটলার।
দেশের নারী ফুটবলকে যে কালো মেঘ ঢেকে রেখেছিলো, অবশেষে তা কাটতে শুরু করেছে। সাবিনা-সানজিদাদের হৃদয়ে জমে থাকা বরফ গলেছে। তাতেই আশার আলো দেখছে ফুটবল ফেডারেশন।
বিদ্রোহীরা ফিরলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে থাকছেন না তারা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিলে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বাফুফে। তবে এখনও কঠোর অবস্থানে পিটার বাটলার। পারফরম্যান্স ও দলীয় শৃঙ্খলা মেনেই সাবিনাদের ফিরতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এই ব্রিটিশ কোচ।
তাদের ফেরার কথা শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোচ পিটার বাটলার বলেছেন, এসব নিয়ে তিনিও কোনও ঝামেলা চান না। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবন থেকে বেরিয়ে আসার পথে ফুটবলারদের ফেরার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘দেখুন তারা ফিরলে ভালো। আমি এসব নিয়ে আর কোনও ঝামেলা চাই না।’
গত ৩০ জানুয়ারি হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনুশীলন বর্জন করেন ১৮ ফুটবলার। প্রয়োজনে গণ অবসরে যাবেন, তারপরও ব্রিটিশ কোচের অধীনে আর মাঠে ফিরবেন না বলে জানান তারা। বাফুফে সভাপতির অনুরোধের পরও মন গলেনি মাসুরা-সানজিদাদের। নিজেদের অবস্থানে তারা ছিলেন অনড়। তবে নানা নাটকের পর রাগ-অভিমান ভেঙে সেই পিটারের অধীনেই অনুশীলনে ফিরছেন বিদ্রোহী ফুটবলাররা।
আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ২ মার্চ তাদের বিপক্ষেই খেলবে দ্বিতীয় প্রীতি ম্যাচ। আর এই দুই ম্যাচ সামনে রেখে কয়েক দিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করবেন পিটার বাটলার।
মেয়েদের ফেরার খবর শুনে ইতিবাচক মন্তব্য করেছেন বটে, তবে আসলেই কী তিনি এটা ভালোভাবে নিয়েছেন? কারণ অনুশীলনের মধ্যে ছিলেন না বলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বিদ্রোহীদের বিবেচনা করা হবে না।
বিদ্রোহীদের ফেরার ব্যাপারে কোচ পিটার বাটলারের কোনও আপত্তি নেই, তবে কিছুটা হতাশা প্রকাশ করেছেন তিনি। ‘একটা বিষয়ে বলতেই হয়, তারা কি ফিরে আসার মতো কাজ করেছিল! এই দলে এমন কয়েকজন আছে, যারা শেষ সীমায় পৌঁছে গিয়েছে। আমি মনে করি, এই দিকগুলো আপনাদেরও মনে রাখা উচিৎ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।