একটা সময়ে ফুটবল ছিল দেশের জনপ্রিয় খেলা। ভালো সংগঠকের অভাবে সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছরেও নিজস্ব কোনো মাঠ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
আজ বাফুফে ভবন পরিদর্শনে আসা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তাই কয়েকটি স্টেডিয়াম চেয়েছেন বাফুফের বর্তমান কমিটির সদস্যরা।
ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ঢাকার জাতীয় স্টেডিয়াম, সিলেট ও চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এখন থেকে পুরোপুরি ফুটবলের জন্য। তবে শর্ত হলো, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার প্রয়োজনে বাফুফেকে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিতে হবে।
এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ঢাকা স্টেডিয়াম, সিলেট ও চট্টগ্রামকে পুরোপুরি ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন পড়ে, সেখানে আয়োজন করতে দেবে।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘দেখেন, আমরা তো সব সময় আশ্বাসের ওপরে বিশ্বাস রাখি। সকলের চেষ্টা থাকলে এবং সকলকে নিয়ে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমরা খালি দুটো স্টেডিয়াম দিয়ে শুরু করতে যাচ্ছি, ভবিষ্যতে আরও কয়েকটা স্টেডিয়াম আমরা পাব।’
ভবিষ্যতে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে এমন আশা ব্যক্ত করে সোমবার বাফুফে ভবনে সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, ‘আজকে আমরা মূলত আমাদের আগামী এক বছরের যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছিলাম, সেটা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে শেয়ার করেছিলাম। এ ছাড়া সরকার যে সহযোগিতা করেছে আর্থিকভাবে এবং অবকাঠামোর মাধ্যমে, আমরা চাই সেটা অন্তত আগামী এক বছর যেন অব্যাহত থাকে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
