২০২৪ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। শনিবার (১৩ ডিসেম্বর) পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড।
বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লাখ টাকার চেক জিতে নেন রিফাত আল মাসুদ। এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন।
এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এতে ঢাকা ট্রিবিউনের শিশির হক সিরিজ রিপোর্টে অন্যতম রানার্সআপ হয়েছেন। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা দশম বারের মতো আয়োজন করলো ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে দুজন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মো. আনোয়ার উল্লাহ ও পারভীন নাছিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
