গত মাসে নতুন নামে শুরু হয় দেশের ঘরোয়া ফুটবল লিগ বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প থাকায় লিগে এই বিরতি পড়ে। অবশেষে তিন সপ্তাহের বেশি বিরতির পর আজ মাঠে ফিরছে দেশের ঘরোয়া ফুটবল। যেখানে দ্বিতীয় রাউন্ডে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান।
রোববার (১৯ অক্টোবর) গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ও রহমতগঞ্জ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায়।
লিগের প্রথম রাউন্ডে জয় পেয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফর্টিজ এফসি ও পুলিশ। এক পয়েন্ট করে নিয়ে ছয়টি দল পর্যায়ক্রমে ৩-৮ নম্বরে থাকলেও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ফলে প্রথম রাউন্ড শেষে তাদের অবস্থান ১০ দলের মধ্যে তলানিতে। ফর্টিজের কাছে হেরে লিগ শুরু করেছিল তারা।
এদিকে আজ ও সোমবার দ্বিতীয় রাউন্ড শেষে ফের লম্বা বিরতিতে যাবে লিগ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তাই জাতীয় দলের ক্যাম্পের জন্য এ বিরতি। তৃতীয় রাউন্ড শুরু হবে ২৪ নভেম্বর।
এদিকে চাপা অস্বস্তি নিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। ক্লাব থেকে ক্লাবে ফুটবলারদের বকেয়া পারিশ্রমিক ওপেন সিক্রেট। সাহসী তারিক কাজী প্রকাশ্যে এনেছেন সে বিষয়টি। মৌসুম শুরুর পরই ঘোষণা দিয়ে ছিন্ন করেছেন বসুন্ধরা কিংসের সাথে ছয় বছরের সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে হামজা, জামাল, মোরসালিন, রাকিবদের ভালোবাসা পেয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

