এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারানোর এক দিন পরই ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার (১৯ নভেম্বর) রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
বর্তমানে ৮৯৪ রেটিং পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের। ফলে ৯১১ পয়েন্ট নিয়ে ১৮৩ থেকে ১৮০ স্থানে উঠে এসেছেন হামজা-জামালরা। গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ। অবস্থান এখন ১৩৬ থেকে ১৪২ নম্বরে। নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের ফলাফল ফিফার ওয়েবসাইটে অবশ্য প্রদর্শন করেনি। নেপাল ১৮০ থেকে নেমে ১৮২তম।
হালনাগাদ র্যাঙ্কিংয়ের ওপরের দিকে ১ থেকে ৪ নম্বরে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষে আছে স্পেন। পরের তিনটি স্থানে আগের মতোই আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড অবস্থান করছে। এদিকে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭) এক ধাপ নামিয়ে পাঁচ নম্বরে উঠে গেছে ব্রাজিল।
নভেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করায় দুই ধাপ এগিয়ে সাত থেকে পাঁচে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ করে এগিয়ে নবম ও দশম স্থানে উঠেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
