ঢাকাSunday , 12 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে আরও দু’টি রেকর্ড রোহিত শর্মার

parag arman
November 12, 2023 6:33 pm
Link Copied!

বিশ্বকাপে আরও দু’টি বিশ্বরেকর্ড করলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। বড় শট খেলেন। ছক্কা মেরেই জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক। সেটি হলো এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করলেন রোহিত। চলতি ক্যালেন্ডার বছরে ৫৯টি ছক্কা মেরেছেন তিনি। এখনও বছর শেষ হয়নি। বিশ্বকাপেই এখনও খেলা বাকি। রোহিতের ছক্কার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এতে কোরে, দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছেন রোহিত। ২০১৫ সালে ৫৮টি ছক্কা মেরেছিলেন ডি’ভিলিয়ার্স। ২০১৯ সালে ৫৬টি ছক্কা মেরে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেল। তালিকায় চার নম্বরে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এক ক্যালেন্ডার বছরে ৪৮টি ছক্কা মেরেছিলেন তিনি।

অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কাও রোহিতের দখলে। চলতি বিশ্বকাপে ২৩টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। তিনি ছাপিয়ে  গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। ২০১৯ সালের বিশ্বকাপে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ২১টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডি’ভিলিয়ার্স। তালিকায় চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০১৯ সালের বিশ্বকাপে ১৮টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ১৭টি ছক্কা মেরেছিলেন নিউজ়িল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।