ঢাকাMonday , 24 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাফুফের সঙ্গে কোনো চুক্তি না হওয়ার দাবি পেট্রোনাসের

BDKL DESK
November 24, 2025 5:53 pm
Link Copied!

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেট্রোনাসের নাম ঘোষণার পরদিনই মালয়েশিয়ার তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি নাকচ করে দিয়েছে। এই ঘটনা দেশের ফুটবলাঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
গত রোববার (২৩ নভেম্বর) বাফুফে বিএফএলের ২০২৫-২৬ মৌসুমের লোগো প্রকাশ করে। প্রকাশিত সেই লোগোতে পেট্রোনাসের প্রতীক ব্যবহার করা হয়েছিল এবং বাফুফে দাবি করেছিল যে এই ব্র্যান্ডটি দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের টাইটেল স্পন্সর।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন,‘আমরা দুই মাসেরও বেশি সময় আগে (ইউনাইটেড গ্রুপের সঙ্গে) চুক্তি স্বাক্ষর করেছিলাম। কিন্তু ইউনাইটেড গ্রুপ তাদের বিভিন্ন পণ্যের মধ্যে কোনটি দিয়ে লিগের নামকরণ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেয়ায় ঘোষণা দিতে দেরি হয়েছে।’

তবে আজ সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফের এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে পেট্রোনাস। মালয়েশীয় প্রতিষ্ঠানটি জানায়,‘সম্প্রতি বাংলাদেশ ফুটবল লিগের কথিত টাইটেল স্পনসরশিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো সম্পর্কে অবগত হয়েছে পেট্রোনাস। আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনো স্পন্সরশিপ চুক্তি করেনি পেট্রোনাস এবং এই লিগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের কোনো অনুমতিও আমরা দিইনি।’

এদিকে, স্পন্সরশিপ বিতর্ক সত্ত্বেও এক মাসের বিরতির পর আজ (সোমবার) চারটি ম্যাচ দিয়ে বিএফএল আবার শুরু হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের হাইভোল্টেজ লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।