সাদিও মানে ইউরোপিয়ান ফুটবলে দাপট দেখিয়ে এখন সৌদি আরবে। ক্যারিয়ারের শেষলগ্নে আল নাসরে যোগ দিয়েছেন তিনি। মুসলমান প্রধান দেশে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হলো লিভারপুলের সাবেক ফুটবলারের। সৌদি প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ মানে।
রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে মানে বললেন, ‘সত্যি কথা বলতে, আমি খুব বিস্মিত হয়েছিলাম। এখানকার মানুষেরা সত্যিই অনেক অতিথিপরায়ণ।’
তারপর রমজানের এক সন্ধ্যার আবেগঘন স্মৃতি তুলে ধরলেন তিনি। রাস্তায় হাঁটছিলেন মানে। কিছু বাংলাদেশি তাকে ইফতারের আমন্ত্রণ জানান।
তিনি বললেন, ‘একদিন রমজানের সময়। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। কিছু লোক আমাকে ডেকে বলল, ‘আসো, খাও। আমি বললাম না, না। তারা বাংলাদেশের ছিল।’
সেই স্মৃতি ভাগাভাগি করলেন মানে, ‘আমি মজা করে তাদের বললাম, ‘তোমরা তো আমাকে চেনো না। আমি কীভাবে তোমাদের সঙ্গে বসি? কিন্তু তারা বলল এটা তো কোনো সমস্যাই না। তারা আবার আমাকে আমন্ত্রণ জানিয়ে বিস্মিত করল।’
ফার্ডিনান্ড আবার জানতে চান, তারা কি মানেকে চিনেছিল বলেই আমন্ত্রণ করেছিল? আল নাসর ফরোয়ার্ড বললেন, ‘আমি কে ছিলাম তারা জানতো না। তাদের উদারতা, খাবার ভাগাভাগি করে খাওয়ার ইচ্ছা, একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যিই আমার হৃদয় ছুঁয়েছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
