এশিয়া কাপ হকিতে একদম শেষ মুহূর্তে ডাক পায় বাংলাদেশ। তবে স্বল্প সময়ের প্রস্তুতিতে টুর্নামেন্টে ভালো করতে পারেনি বাংলাদেশ হকি দল। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচেই চাইনিজ তাইপেকে ৮-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে বড় হার দিয়েই গ্রুপপর্ব শেষ করল আশরাফুল ইসলামরা।
সোমবার (১ সেপ্টেম্বর) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে বি গ্রুপের শেষ ম্যাচে শিরোপাধারী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ। কোরিয়া ৪-১ গোলে এগিয়ে ছিল। এরপর আরো একটি গোল করে তারা। এতে কার্যত নিশ্চিত হয়ে গেছে, চার দলের গ্রুপে তৃতীয় স্থানেই শেষ করতে হবে দলকে।
ম্যাচের শুরু থেকেই কোরিয়ানরা আধিপত্য বিস্তার করে। প্রথম কোয়ার্টারেই দুই মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে বাংলাদেশ। ৮ মিনিটে ফিল্ড ও ১০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আরও দুইবার জালের দেখা পায় প্রতিপক্ষ। ফলে ২২ মিনিটেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে লাল–সবুজ। তবে একই মিনিটে সোহানুর রহমান সবুজ এক গোল শোধ করে ব্যবধান কমান।
এরপর তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। কিন্তু দীর্ঘ সময় কোরিয়ানদের আক্রমণ ঠেকিয়ে রাখলেও চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটে শেষ বাঁশি বাজার ঠিক আগে কোরিয়া পেনাল্টি স্ট্রোক পায়। এতে ৫-১ গোল জয় পায় কোরিয়া। এখন বাংলাদেশকে ৫ম-৮ম স্থানের জন্য লড়তে হবে। বাংলাদেশে পঞ্চম-ষষ্ঠ স্থানের দিকে নজর। কারণ এতে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।